Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 384 views

কে তুমি ?

এই তো সেদিন সকালে ঘুম চোখে দেখি আমার ঘরে এক নারী । তখন তাকে দেখে আমি চমকে উঠে ছিলাম ।


আমি ঢোক গিলতে গিলতে তাকে জিঞ্জেস করলাম

"কে, কে তুমি রমনি ?"


এমন এলো চুলে পরনে বাহারি রঙের শাড়ি। মনে হল যেন সবেমাত্র সে স্নান করে উঠে এসেছে । তার চুল দিয়ে এখনো যেন জল ঝরছে। সে উত্তর করলো না, শুধু মুচকি হাসল । তার হাসিতে আমার মনটা না জানি যেন দুলে গেল। মনে হলো যেন কোনো মায়াবিণী তার মোহ পাশে আমাকে বেধে ফেলেছে। আমি শতেক চেষ্টা করেও যেন তার থেকে মুখ ফেরাতে পারছিলাম না। আর সে আমাকে এই অবস্থায় দেখে মুখ চেপে আরো হাসতে লাগলো ।


আমি তখন কিছুই আর বুঝে উঠতে পারলাম না । কেনই বা একজন রমণী একা একা একটি অচেনা যুবকের ঘরে ঢুকে পড়েছে। তার কি সন্মানের ভয় নেই । লোকে তো তাকে কলঙ্কিনী বলবে। না আমি কিছুই বলতে পারলাম না। আমি আবারও  তাকে জিঞ্জাসা করলাম


"কে তুমি আমার ঘরে, তুমি কি করে প্রবেশ করলে?"


পাশ ফিরে দেখি, ঘর তো এখনো ভিতর থেকে বন্ধ…