মা কে হারানোর যে কষ্ট , সুধু তাঁরাই বুঝতে পারবে যাঁরা ছোটো বেলায় মা কে হারিয়েছে.
মাগো তোমার মনে আছে কি? আমি সেই ছোট্ট খোকা
থাকিনি কখনো তোমায় ছাড়া তাই বুঝি আজও আমি খুবই একা
মনে আছে কি তোমার?
রাতের বেলা আকাশের পানে চেয়ে মমতাময়ী তুমি কখনো অধৈর্য না হয়ে
বলতে শুধু "আয় চাঁদ মামা আয় কপালে তুই টিপ দিয়ে যা খোকা আমার ঘুমায়"
এসব কেন স্মৃতি হলো মাগো- কেন তুমি হলে পর?
আজও তোমায় খুঁজে বেড়াই দিবা-নিশি রাতভর
চলে গেছ তুমি অন্ধকার রাতের আকাশে নাম না জানা হাজারো তারার দেশে
সেখান থেকেই দেখো আমাকে শূকতারার বেশে
মাগো তুমি কি খোকার আর্তনাদ আদও শুনতে পাও? শুধু আর একটাবার কোলে টেনে নাও।
কেন গেলে মা এত দূরে চলে নিষ্ঠুর পৃথিবীতে একলা খোকাকে ফেলে
এখন কে আমায় ঘুম পাড়াবে? সাঁঝের বেলায় হাসিমুখে-
কেও কি কখনো জড়িয়ে নেবে?
কোথায় তুমি হারিয়ে গেলে মা
আর একবার ও কি আমায় খোকা বলে ডাকবে না?
জানি দেখতে পাব না আর কোনোদিন তোমার অক্লান্ত মায়াবী মুখের হাসি
যেকথা হয়নি বলা মাগো- আমি তোমায় খুবই ভালোবাসি।
Sourav giri
❤️❤️