Poem

আলাপ

2 months ago

0

হঠাৎ করে এসে গেল।

প্লেনে ওঠার আগেও বলেনি আসবে,

আমরা তো আগেই বলেছিলাম যাব ।

অনেক ঝামেলাকে ছোট্ট বাক্সে পুরে

একটু আদর, আর খেয়ালের -

পাঁচালী গাইতে।


ভালো, মেয়ে ভাল হবে,

খুব ঠান্ডা আর গরম মেশালে যা হয়,

নাতিশীতোষ্ণ ।

মিষ্টি, সাথে দোয়েল পাখির গান

আর নিম ফুলের গন্ধ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(