Profile image of Dibakar Chandra
Dibakar Chandra

@anonymous

2 years ago 716 views

অক্মিটোসিন

একা একা এভাবেই চলে যাবে দিন

আমার ভাগ্যে নেই অক্সিটোসিন
"মরে যাবে"— এটা বলে মানুষের জিন,
"ভালোবাসা ছেড়ে দিলে বাঁচার আশা ক্ষীণ"
বুকে শুধু খুক্ খুক্ কাশি রাতদিন
মুখে শুধু সিগারেট, হাসি অমলীন
বৃথা চাওয়া পাওয়া, চারিদিক জনহীন
বেঁচে থাকা মরে যাওয়া বিধাতার অধীন
চাইলাম যত আছে মিটে যাক ঋণ
বললাম, "দয়া করে ক্ষমা করে দিন
ভুলের মাসুল দিতে হয়েছি বিলীন"
মিলন বাসনা তবু সর্বপ্রাচীন
কষ্টে বুঝেছি আমি এতৎকালীন
বাসনা বিসর্জনই হেথা সমীচীন
আজ শান্তি কামনা করে এই ডাস্টবিন
এসেছি একা, একা যাব একদিন
আমার চাই না আর অক্সিটোসিন
আমার চাই না আর অক্সিটোসিন ৷৷

Image for অক্মিটোসিন