Poem
176 articles
হঠাৎ করে এসে গেল।
প্লেনে ওঠার আগেও বলেনি আসবে,
আমরা তো আগেই বলেছিলাম যাব ।
অনেক ঝামেলাকে ছোট্ট বাক্সে পুরে …
জীবন ক্রমশ সরে সরে যায়
অনিচ্ছায়।
রং-এর ছটা লাগে।
কিংবা কালির ছিটা।
আমি থাকি স্থির,
হয়ত গম্ভীর
অজানা চলনে
নিজেকে…
ইচ্ছা করে, মরে যাই শুধু বাঁচার তরে,
যেখানে থাকবে ইচ্ছামতী, ইচ্ছা ঝুলি ভরে।
আকাশ থাকবে, জল থাকবে, থাকবে…
মেঘের পরে মেঘ ভেসে যায়
বাদ্যি বাজায়, কাব্যি শোনায়।
প্রেমের মধু, কিংবা শুধু
কান্না ভেজা তরণী বায় ।
কখনো মেঘ…
মেঘের নামে-ইলিশ আসে মনে;
তোমার সাথে চড়ুইভাতির ক্ষণে -
সবজে পাহাড়, লাল মরুর মাঝে,
পালায় মন - বনপাহাড়ীর সাজে …