সময়
সময় হলো এক -
চিরন্তন প্রবাহমানতা।
সময় মানে অতীত থেকে -
ভবিষ্যৎ পর্যন্ত চলা -
অস্তিত্বের ধারাবাহিক -
অগ্রগতি।
প্রতিটি জীবনের একটি -
গুরত্ব পূর্ণ দিক হলো সময়।
সময়ের দুটি দিক আছে - সুসময়, আর দুঃসময়।
সময় জীবন কে একে একে -
সব উপহার দেয়।
সময় জীবনকে প্রকৃত ও -
বাস্তব শিক্ষা দেয়।
সময় চিনিয়ে দেয় -
কে প্রকৃত সুজন?
সময় বুঝিয়ে দেয় কার -
কথায় গুরুত্ব ও অস্তিত্ব।
সময় সম্পর্কের ভবিষ্যত -
নির্ণয় করে।
সময় হলো এক অদৃশ্য অদৃষ্ট্য।
সু সময় সু নির্দিষ্ট করে -
সবার জীবনে একই -
সময় আসেনা।
সময় সবার জীবনে -
হাঁসি, কান্না, বিরহ,বেদনা -
উৎসাহ, প্রেরণা সবই -
উপহার দেয়।
সময় যখন কারোর নিকট -
নিজেকে সরিয়ে নেয় তখন -
তার অস্তিত্ব অদৃশ্য বিন্দুর -
মতো মহাশূন্যে মিলিয়ে যায়।
 
                            