Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 1 month ago
1 week ago 28 views

১৮ এর ধ্বনি

অপ্রিরোধ্য আঠারো -

তোমার ও আমার ও,

তাই আবেগী মন স্বাদ -

নিতে চায় যৌবনের -

স্বাদ হীন সু বাস।

আঠারোর তুমি, আমি ও ,

আমরা জোটবদ্ধ হই -

প্রতিবাদ করি শৃঙ্খলিত -

স্বৈরাচার কে।

আঠারো কভু হয়না দমিত -

কোনো অন্যায়ের কাছে।

আমাদের শুধু দৃঢ় হতে হবে -

হার মানি বে না কভু- স্বৈরাচারের কাছে।

এক যোগে মোরা হবো -

প্রতিবাদী শাসক, স্বার্থপর, বুদ্ধিজীবী, স্তাবক আর- চাটুকার প্রতি।

এরা তো সবাই সমাজে -

সম ভাবে করে ক্ষতি।

প্রতিবাদী মুখে লাগাম -

টানিতে ভরিবে মোদের -

জেলে, দমিবো না মোরা -

প্রাণ দিয়ে ও।

আঠারোর প্রাণ দমি বে না -

মৃত্যু ভয়ের কারাগারে ।

শত কোটি আঠারো এগিয়ে -

যাবে করিবে আঘাত ভাঙ্গিবে,

বদ্ধ কারাগারে ।

উন্মাদনার আঠারো জোট -

হয়ে আবার আনিবে -

সু শাসনের রাঙা প্রভাত ।