Author Profile
@
0 Followers
0 Following
দিন থেকে রাত যদি পার হতাম,
তোমার হাতে হাত রেখে ;
ঝিরি ঝিরি বৃষ্টি অধরে, আঁখি পরে ।
ভোরে পেতাম সমুদ্রের…
হয়তো শেষের আগে-
দেখা হবে।
এক টুকরো জীবনের কার্পেটে,
হয়তো হাসিমাখা চাঁদের আলো
চোখের জল হয়ে ভেজাবে শুকনো…
বাঁচতে চাই আমি, শুধু-
মৃত্যুদিনকে পিছিয়ে দেবার তরে।
আনন্দ শ্বাসতো পারিনা নিতে বহুদিন,
প্রান ভরে ।
তবু,
শত…
তোমার দেখেছিলেম ফেলে আসা অনেকগুলো বছর আগে
এক আটপৌড়ে মনকাড়া সাধারণ মেয়ে।
সেই সব দিন সরে গেছে কালের নিয়মে, …
যখন নৈশব্দের মাঝে ভাষা খুঁজি আমরা --
পাখি গান আয় আলোকিত জঠরে,
সব বোঝা না বোঝা সাঙ্গ করে
দেখা…
কত সুন্দর সুখী খুশী মুখ দেখি চারপাশে-
বেদনা গেছে দূরে,
গেছে হারিয়ে সুন্দরীর শ্বাসে;
কমল বনে নেই কোন হস্তী…
কাজ
কাজ করার সুযোগ য’দিন আছে,
কাজ করে যাও।
ভেবো না আগুপিছু। যদি হয় মাথানিচু;
ভেতরটা উপুড় করে—
সবারে বিলাও।
…
আমি একা। তবু, একাকীত্ব স্পর্শ করেনি এখনো।
চারিদিকে স্নেহভাজন মানুষজন,
সারিবদ্ধ নয় ।
বরং বাউনীয়ন গতিতে চলমান। …
ইচ্ছে নদী যাচ্ছে যেমন যাক –
তোমার হাতে ফুল থাক বা নাই থাক।
মন সাগরে পাড়ি বহু দূর,
হাসি কান্নায় বাজে জীবন সুর।…
আজ কিছু করলাম না।
তাই মন খরাপ;
আজ কিছূই করলাম না,
তাই ভীষন মন খারাপ
আজ তো কিছু- করলাম না
মন গেল ধেয়ে আকাশে…