Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

1 year ago 251 views

ভালো লাগা

ইচ্ছে নদী যাচ্ছে যেমন যাক –

তোমার হাতে ফুল থাক বা নাই থাক।

মন সাগরে পাড়ি বহু দূর,

হাসি কান্নায় বাজে জীবন সুর।

আমি কিংবা তুমি, থাকব তো কিছুদিন সুন্দরতো হবে না কভু বিলীন। 

সত্য যদি থাকে কিছূ এই পৃথিবীতে, 

সৃষ্টি মাঝে জাগবে সত্য শ্বাস নিতে।

মনের মাঝে ফুল ফুটুক কি - না ফুটুক –

বসন্তের রং সদাই প্রাণে লাগুক। 

খারাপ সব থাক্ যে সরে সরে 

বাঁচব শুধুই ভালো লাগার তরে।