Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

1 year ago 251 views

কাজ

কাজ

 

কাজ করার সুযোগ য’দিন আছে,

কাজ করে যাও।

ভেবো না আগুপিছু। যদি হয় মাথানিচু;

ভেতরটা উপুড় করে—

সবারে বিলাও।

 

থেকো না অলস্‌ বসে। লাভ কত হবে মাসে?

ক্ষতিটা স্বীকার করে,

কাজে লেগে রও।

আজকের ক্ষতি যেটা, কালকেরই লাভ সেটা

অনেকের সাথে মিশে—

জীবনটা রাঙাও।

 

ভালো কাজে আছে মজা, তুমি রাজা তুমি প্রজা

প্রাণটিকে বাজি রেখে—

এবার এ গাও।

ছোট ছোট পা ফেলে, বহুদূর যাবে চলে

হারজিৎ পরে ভেবে—

কাজ করে যাও।

সুযোগটা সীমিত। হবে সব স্থিমিত।

আসবে ধেয়ে অমোঘ বাণী—

স্মৃতির গালিচা বিছাও।

 

Image for কাজ