Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

1 year ago 680 views

দুঃখ

বাঁচতে চাই আমি, শুধু-

 মৃত্যুদিনকে পিছিয়ে দেবার তরে।

আনন্দ শ্বাসতো পারিনা নিতে বহুদিন,

প্রান ভরে ।

 

তবু,

শত আলোর উজ্বলতা গায়ে মেখে

ঘুরি ভ্রমে - 

মনের আঁধারে।

 

কাঁদতে চেয়েছি অনেক,

আসেনি আঁখ ভরে

শুধু,

হাসি গেছে সরে।

 

মনের বেদনা মালা হয়ে দোলে

সময়ের ঘর্ষনে মরে পুড়ে,

পুড়ে মরে।

Image for দুঃখ