Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 day ago 6 views

ক্ষুধার্তের আর্তনাদ

বন্ধ হোক ধর্মীয় হিংসা।

স্তিমিত হোক ক্ষমতার- আস্ফালন।

শান্তি আসুক ধরনীতে -

মানবতা আর বিবেক -

প্রসারিত হোক।

বুলেট বা বেয়োনটের খোঁচা -

আমরা কেহ চাইনা।

আমরা চাই স্ব ভূমে -

নিজ বাস ভূমি।

আমরা কেহ বুলেট চাইনা -

চাইনা স্ব জন হারানোর দুঃখ।

আমরা ক্ষুধার্ত পেটে রুটি- চাই, আর চাই বস্ত্রাবৃত - রাত্রির শান্ত নীরবতা।

ক্ষুধা নিবৃত্তির তরে আমরা -

কেহ যৌবন বিলাইয়েতে -

চাইনা কামার্ত বিবেক হীন -

নর পশুদের কাছে।

আমরা বেঁচে থাকতে চাই -

পুত্র, কন্যা, ভ্রাতা, ভগিনী -

জনক ও জননীর -

সম্মান নিয়ে।

আমরা চাই স্ব ভূমির -

মাতৃত্বের শান্তি ও স্বস্তির -

ঘ্রাণ নিতে।