Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 1 month ago
1 week ago 24 views

স্বার্থকতা

আমি লক্ষ কোটি মুখের -

মাঝে এক সাধারণ -

নাম ও মুখ।

আমি যশস্বী প্রতিভাবান -

দের মতো এক অসাধারণ -

নাম বা বিশিষ্ট মুখ -

কিছুই নয়।

অসাধারণ হওয়ার আশীষ -

বিধাতা আমায় প্রেরণ -

করেন নি কভু কারণ আমি -

সু পুত্তুর নই।

আমার অস্তিত্ব কারোর মনে -

দাগ কাটার মতো নয়, -

না কর্মে না গুনে, তাও -

আমি কালি কলম নিয়ে- সাধারন ভাবে লেখা লেখি -

করে যেতে চাই।

আমার সাধারণ লিখা যদি -

আপনাদের স্মৃতি তে -

অসাধারণ ভাবে দাগ কাটে -

তবেই হবে আমার -

লিখার স্বার্থকতা।

আপনাদের মনের কুঠিতে -

আমার জায়গা না হলে -

আমি ও ঝরে যাবো -

হেমন্তের আশাহীন পাংশু -

বর্ণের পত্রের মতো এই -

ধুলিভরা ধরনীতে, কিংবা -

জন সমুদ্রের মাঝে সাধারণ -

বস্পবিন্দু হয়ে উবে যাবো -

ঐ নীলাকাশে।