Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 1 month ago
1 week ago 19 views

বসন্ত

ষড়ঋতুর অন্তিম ঋতু -

হলো বসন্ত।

বসন্তের অবস্থান অন্তিম -

হলে ও ফাগুন আর চৈতের -

মেল বন্ধনের এই ঋতু নব -

সুখ ও সূচনার প্রতীক।

বসন্ত মানে আকাশ, বাতাস -

ও ভূমিতে নব বিহ্বলতা।

বসন্ত মানে পলাশ, গাঁদা,-

কৃষ্ণচূড়া, জারুল, অশোক,-

নাগেশ্বর, টিউলিপ,- হাইসিনথ ও ড্যাফোডিলের -

দৃষ্টিনন্দন রূপ, রস ও- সৌরভের সমাহার।

বসন্ত মানে স্ট্রবেরি, লেবু,- কমলা, চেরী, ব্ল্যাকবেরি -

এপ্রিকট, অ্যাভোকাভোর

মতো বিচিত্র ফলের বাহার।

বসন্ত মানে বিবর্ণ অতীতের -

পরিসমাপ্তি আর কচি -

কিশলয় ও উজ্জ্বল পলাশের- তার নব সৃজন, আর প্রেম,-

আকাঙ্ক্ষা ও ভালোবাসার -

ভবিষ্যতের মেলবন্ধন।

বসন্ত মানে কৃষ্ণ কোকিলের -

মিষ্ট সুরেলা কুহু ধ্বনি- তরঙ্গের বিস্তার যাহা উদাসী -

প্রেমিক মন কে ও নাড়া দেয়।

বসন্ত মানে শীতের আড়ষ্ট তা,

শীত ঘুম ত্যাগের মাস নয় -

এটি দখিন দুয়ারে বয়ে- আনা আম্র মঞ্জরীর ফাগুনি -

সু - বাস।

বসন্ত মানে দীর্ঘ রজনীর -

অবসান আর নাতিশীতোষ্ণ

আবহাওয়ার মেল বন্ধন।

বসন্ত মানে অ্যাসপারাগাস ,

মটরশুঁটি, পালং, লেটুস, ফুলকপি, গাঁট কপি, পেঁয়াজ,

পাতা শাক, যাহা কৃষকের -

শ্রমের আনন্দের উৎপাদন।

বসন্ত মানে আগামী শস্যের -

জন্য মাটি তৈরী করা।

বসন্ত মানে রামধনুর মতো -

রঙিন আবির আর রং এর -

মরমী আস্তরণের আবেগী দোল ।

বসন্ত মানে নব যৌবনা -

প্রকৃতির মেঠো সুর, উদাসী বাউলের গান, রবীন্দ্র সংগীত, আর বসন্ত রাগ -এর মেলবন্ধন।