Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 week ago 57 views

অতীত

অতীত একটি তিনটি- অক্ষরের শব্দ।

অতীত কে আমাদের -

কারোর ভুলতে নেই।

হয়তো কারোর অতীত -

অনেক পীড়াদায়ক,

আবার কারোর অতীত -

হয়তো অনেক সুন্দর।

তাও কিন্তু অতীত কে -

আমাদের কারোর -

ভুলতে নেই কিংবা অতীতের -

জন্য দুঃখ বা লজ্জা -

পেতে নেই।

আজ আমরা বর্তমানে- দাঁড়িয়ে আছি শুধু মাত্র -

অতীতের জন্য।

অতীত দুঃখের হলে ও -

আজ আমরা কর্ম প্রচেষ্টা -

ও ঈশ্বরে বিশ্বাসী হয়ে -

অতীত দুঃখের কালো মেঘ কে সরিয়ে বর্তমানে আমরা -

নিজেদের উজ্জ্বল আলোর - রেখায় নিয়ে যেতে চেষ্টা- করছি।

আবার আমাদের অতীত- যদি খুব সুন্দর ছিল তাহলে- ও অতীতের শিক্ষা নিয়ে -

ভবিষ্যৎ এ সেই ধারা বজায় -

রাখার চেষ্টা করবো।

অতীত কে ভুলে যাওয়া-

মানে নিজের অস্বিত্ব কে -

অস্বীকার করা, আর- নিজেকে অস্বীকার করা -

মানে মহা শুন্যে বিন্দুর -

মতো মিলিয়ে যাওয়া।

অতীত কে কখনো ভুলে -

গেলে চলবে না, এই অতীতের - জন্য আজ আমরা বর্তমানে,

যে যার মতো করে উজ্জ্বল- আছি আর ভবিষ্যতে ও -

আরো উজ্জ্বল হতে চেষ্টা করবো।