Profile image of Md Mynuddin Mia
Md Mynuddin Mia

@anonymous

3 years ago 475 views

অসহায়দের শহর

ইট,পাথরের ও ধূলাবালির এই শহরে, 

নিঝুম, নির্ঘুম রাত কাটে অসহায়দের প্রহরে। 

বড়দের ধনসম্পদ টাকা লকারে ও ব্যাংকে আবদ্ধ,

শহরে চার দেয়ালের গুন্ডির ভিতর মানবতা সীমাবদ্ধ। 

ব্যস্ত এই শহরে যে যার মতো চলছে যেমন, 

কে বা রাখে কার খোঁজ কে আছে কেমন।

অসহায়দের শহরে ফুটপাতে অবহেলায় কাটে দিন রাত, 

উচ্চবিত্তদের মনুষ্যত্ববোধ যদি থাকে বাড়িয়ে দিন মানবতার হাত।

বর্তমান এই শহরের অসহায়দের মানবতা ও দান করায়,

বেশির ভাগ লোকই জনসম্মুখে আসতে চায় আলোচনায়।

 এই স্বার্থপর ইট কাঠের শহরে কত যে নির্মম ঘটনা ঘটায়,

একটি ঘটনা দামাচাপা দিতে হাজারটা বাহানা রটায়।

সমাজ ও রাষ্ট্রীয় পদে দায়িত্ব প্রাপ্তরা কী এইজন্য নয় দায়ী?

রাষ্ট্রে অবহেলিত ও নিপিড়ীতদের কথা বলায় হয়ে যেতে পারি জঙ্গীবাদী।

এই ইট কাঠের শহরে, প্রতিদিন কত ঘটনা অজানা থেকে যায়, কিছু বেরিয়ে আসে প্রত্রিকার পাতায় আর কিছু অন্তরালে থেকে যায়।

টাকা দিয়ে বাড়ি-গাড়ি গড়া যায় সুখ শান্তি নয়।

টাকা দিয়ে নরম বিছানা কিনা যায় ঘুম নয়।

বর্তমান সমাজে মানবতা নিস্বার্থের চেয়ে স্বার্থই বেশি হয়।


Image for অসহায়দের শহর