Profile image of Tamal Das
Tamal Das

@তমাল

অবসরের আলাপন

Joined on 4 years ago
4 years ago 326 views

আজব বিপদ

 ।।।।। আজব বিপদ ।।।।।।

                     .....তমাল দাস.....


একটা বিপদ মাথার ওপর, সবাই কি তা ভাবছে?

ভোটের গরম,কুকথাতে সারা দেশ আজ নাচছে।

নিয়ম যারা বানায়-কেন, নিয়ম তারা ভাঙছে,

করোনা যে বাড়ছে বন্ধু,সবাই কি তা ভাবছে!


গরিব দেশের বোকা মানুষ,ভাতের জন্য ঘাম ঝরে,

নেতার ডাকে রক্ত ঝরায়,মিছিলেতে ভিড় করে।

শিক্ষা তো আজ বিলাসিতা,দরকারি আজ কে মানে?

শাসনতন্ত্রে পুতুল সবাই,বাঁচবে কেমন কে জানে!


রাজপথে তে জমছে মানুষ,নিয়ম মানার বালাইষাট,

গর্জে উঠছে নেতার ভাষণ,সেফ ডিস্টেন্স কুপোকাত।

লাগছে গরম সবার ভিড়ে,মাস্ক এর আর কি দরকার!

জীবন মানে কিং সাইজ,গড়তে হবে,যে সরকার।


সচেতনতা বাড়বে কবে,আবার আসছে নতুন ঢেউ-

বুঝবে কবে মানুষ সবাই,বোঝার মতো নেই যে কেউ।

লড়তে হবে নিজের জন্য,বুঝতে হবে শত্রুকে,

নিয়ম মেনে চলতে হবে,জিততে হবে সবাইকে।

Image for আজব বিপদ