Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 387 views

আমার গ্ৰাম

গ্ৰাম শশাডাঙ্গা সবুজ বনানি
চারিদিকে ধান খেত, মাঝে বসতি।
গ্ৰামের মাথা দিয়ে বহিছে ইছামতি।
তার পাশে মোদের মাঠ সবুজের ছাতি।
দুই পাশে জলাশয়, অশ্বখুরাকৃতি,
প্রথমে রায় পারা ক্ষত্রিয়ের বসতি।
আশেপাশে কাপালি বাগদি, শেষে মালো পারা,
ঘর গুলি মনে হয় উলি ব্যাঙের ছাতা।
আষাড়ে বাদল বয়, বষন্তে কোকিল ,
শীতেতে আমেজ বেশি, শরৎএ শিশির।

Image for আমার গ্ৰাম