Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

2 years ago 1062 views

আমার বঙ্গভূমি

ধন্য ধন্য মা, বঙ্গভূমি,

            এ যেন এক সোনার খনি

গর্ভভাণ্ডারে তারি

            সদাই ফলে পান্না চুনি।


সাহিত্য কাব্য ছন্দে কবি

            একেছে কত নুতন ছবি

শৈব্য শাক্ত বৈষ্ণবতাই

            নিত্য নতুন উদয় রবি।


চণ্ডীদাস আর রজকিনি

            পদাবলিতে তাদের চিনি

ছন্দ রস মিলিয়ে গিতি

             জয়দেব আর পদ্মাবতী।


কাশিদাস ,মুকুন্দ দাস

             নিষ্টা ভক্তি তাদের আশ

কালি দাস, আর কৃত্তিবাসি

             ভোলেনি তাদের বিশ্ববাসি ।।