Profile image of Tamal Das
Tamal Das

@তমাল

অবসরের আলাপন

Joined on 4 years ago
4 years ago 475 views

আড়ি

পুরোনো কেন ভিড় করে যায় বারবার

রাতের আঁধারে মনে আনে সব স্মৃতি,

ছুঁড়ে ফেলেছি অতীতের সব ঠিকানা

ক্ষমা করে দাও ভুলাও মুখাকৃতি।


অতীত তুমি অবগুণ্ঠন ঢাকো

ঠাঁই নাই হেথা, যাও তুমি অতল সাগরে-

ভিজবো নাকো তোমার স্নেহের পরশে

দিয়ো না আবেগ, ঢাকো না মায়ার চাদরে।


নতুন আমাকে বাঁচতে দিয়েছে আলো

ঠিকানা দিয়েছে অবলম্বন লতায়,

লড়াইয়ে আমার পাশে থাকে সে সদাই

একলা পথে শান্ত রেখেছে কথায়।


পুরোনো তোমার অহংকারের তেজে

পুড়ালে স্বপ্ন ছিন্ন করলে ভাবনা,

জীবনের রং ময়ূরপঙ্খী হতো

হারিয়ে গেল জমানো সব কল্পনা।


নতুন এনেছে রামধনু আঁকা স্বপ্ন 

রেখেছে যতনে কাব্যের মিঠে বাড়ি,

সুখে ঘরেতে আশ্রয় পাই রোজ

তোমার সঙ্গে আজীবন শুরু আড়ি।


                  ---তমাল---


Image for আড়ি