Profile image of Tapas Kumar Bandyopadhyay
Tapas Kumar Bandyopadhyay

@anonymous

4 years ago 352 views

ইচ্ছে করে

উড়তে কেনো ইচ্ছে করে

ফিনফিনিয়ে ঐ হাওয়ায়।

ভাসতে কেনো ইচ্ছে করে

শান্ত জলে ঐ খেয়ায়।

কইতে কথা ইচ্ছে করে

খামখেয়ালী মন যা চায়।

কি বা হবে আঁকড়ে রেখে

দিন ফুরোলে যা হারায়।

দেখতে চোখে ইচ্ছে জাগে

অপরূপে কে লুকায়।

ভালোবাসায় কেমন করে

দুঃখগুলো শোক হারায়।

শুনবো বলে আছি বসে

যাতে লাগে চিত্তে দোল।

দামাল মনের রাখাল খেলুক

ধূসর ধুলো হোক শ্যামল।।



- তাপস বন্দ্যোপাধ্যায়