Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 week ago 27 views

ইতিহাস সাক্ষী

সময়ের সাথে তাল মেলাতে গিয়ে,

আজ হোঁচট খেতে হয় বারে বারে।

প্রাথমিকে পড়া বিদ্যাসাগর - মহাশয়ের বর্ন পরিচয়ের - প্রথম ও দ্বিতীয় ভাগ পড়া - আজ বৃথা বলে মনে হয়।

বর্ন পরিচয়ের লিখা - বাক্য গুলিকে গুরু মহাশয় -

জোর দিয়ে বলতেন,-

সদা সত্য কথা বলিবে আর -

দুর্জন কে পরিহার করিবে।

এই গুলি ছাড়া উনি আরো -

তিনটি বাক্য তে জোর দিয়ে -

পালন করতে বলেছিলেন।

চুরি করিবে না, অন্যায় ভাবে- পর দ্রব্য হরণ করিবে না-

আর অসৎ সঙ্গ ছেড়ে সৎ -

সঙ্গে থাকবে, তবেই জীবনে -

উন্নতি করতে পারবে।

আজ এই চিরন্তন ধ্রুব সত্য -

বাক্য গুলিকে মিথ্যা প্রতিপন্ন-

করার জন্য সমাজ, রাষ্ট্র এমন কি দেশ ও সামিল-

হইয়াছে।

অবাক করার বিষয় আমরা -

সবাই জানি এটি অন্যায়- হচ্ছে কিন্তু তাও আমরা -

প্রতিবাদের বদলে এটিকে -

নির্লজ্জ ভাবে সমর্থন করছি।

আবার আমরা আমাদের- ডিগ্রী কে নিয়ে বড়াই -

ও করছি।

আমরা আজ বড়রা- নিজেরাই দ্বিধাগ্রস্থ।

আমরা না পারছি সত্যকে -

ভুল বলে প্রমাণিত করতে -

না পারছি মিথ্যা কে নির্লিপ্ত -

ভাবে সমর্থন করতে।

আমরা তাহলে কি করে সুস্থ-

সমাজ গড়ে তুলতে পারবো?

মনে রাখতে হবে অন্যায় -

দীর্ঘ দিন রাজ করতে -

পারেনা, ইতিহাস তার সাক্ষী।

একজন অন্যায় কারী -

স্বৈর শাসক ও তাকে সমর্থন -

কারী স্বার্থপর ডিগ্রী ধারী- কিছু স্তাবক যাহা সুস্থ সমাজ, রাষ্ট্র এমন কি দেশ কে ও -

ধ্বংস করিতেই যথেষ্ট।

তাই শুভ বুদ্ধি সম্পন্ন ও -

ঈশানের মতো ভয়হীন -

তরুণ যুব সমাজ কে - অনায়ের শাস্তি ভয় কে জয়- করে এগিয়ে যেতে হবে,-

সুস্থ শিক্ষা সংস্কৃতি যুক্ত -

উন্নত সম্প্রীতির জাতি -

রাষ্ট্র ও দেশ গঠনে। মনে রাখতে হবে মৃত্যু ভয় -

নয়, মানুষ কভু অমর নয়।

ইতিহাস সাক্ষী জোট বদ্ধ -

কলম আর জোটবদ্ধ -

আন্দোলন নতুন ইতিহাস -

তৈরি করে।