Profile image of TAPAS MAITY
TAPAS MAITY

@anonymous

No bio available.

Joined on 1 month ago
1 month ago 64 views

একটা কলমের কবিতা

কলম, তুমি কত না যুগ কত না কাল ধ’রে

অক্ষরে অক্ষরে

গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু ক’রে।

কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি

দুঃখে জ্বলে তলোয়ারের মতন ঝিকিমিকি?

কলম, তুমি শুধু বারংবার, আনত ক’রে ক্লান্ত ঘাড়

গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা,

সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বশ্যতা।

ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি,

কলম, তুমি নিরপরাদ তবুও গালাগালি

খেয়েছ আর সয়েছ কত লেখকদের ঘৃণা,

কলম, তুমি চেষ্টা কর, দাঁড়াতে পার কি না।