Profile image of TAPAS MAITY
TAPAS MAITY

@anonymous

No bio available.

Joined on 1 week ago
1 week ago 14 views

এক যে ছিল বিদ্যাসাগর

এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক

বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক।

এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে

চাইতো কিনা লেখাপড়া শিখুক সব মেয়েছেলে।

এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত

সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষনাৎ!

এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিসুদ্ধি কই?

লিখেই চলে লিখেই চলে শিশুপাঠ্য বই!

এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো

ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরীব-গুর্বোদেরও!

এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা?

যে যেখানে বিপন্ন তাঁর জোগানো চাই টাকা।