Profile image of Tamal Das
Tamal Das

@তমাল

অবসরের আলাপন

Joined on 4 years ago
4 years ago 406 views

ওরা থাকে ওধারে

//////ওরা থাকে ওধারে//////

      ……....তমাল দাস........

      

ক্ষিধের জন্য লড়াই ওদের,নেই যে পেটের ছুটি

কেমন করে কাটবে ওদের, দিনান্তে জোটেনা রুটি।

তোমরা যারা মাইনে পাও-ক্ষিধে হয়তো মিটবে,

লকডাউনে পেটের জ্বালায়,ওদের কেমন চলবে!


সব গল্পেতে বলী হয়ে যায় -দিনমজুরের দল,

সব ব্যর্থতা কাঁধে নিয়ে চলে,ওদের নেই যে বল!

সব শুন্যতা জমে থাকে বুকে- চিৎকার করে মরণ,

আধুনিক এই দেশের শাসনে, প্রতিবাদ করা বারণ।


সব ভাবাবেগ দিশেহারা হয়,মেটেনা ক্ষিদে বুলিতে

বাড়িতে নেই জমানো রাশি, নেই অন্ন ঝুলিতে।

তোমরা যত নিয়ম কর,নিয়ম চাপাও নিজের মতো

ওরা থাকে ক্ষিদের দেশে,হয়ে তোমার শরণাগত।


দেশের যত অমৃতভোগ, তোমার জন্য জমায় লোক,

নীলকণ্ঠের বিষের ভান্ড,বুভুক্ষু পেটে হজম হোক।

সব লড়াইটা লড়ে যায় ওরা,তবু রেখে দিই দূর-

দেশের লড়াইয়ে অনশনে থাকে,খোঁজে মিলনের সুর।


সব কবিতায় মেঘলা আকাশ, ওদের তরুণদল-

সভ্যতার জোয়াল ধরে ওদের বাহুবল ।

সব কান্নারা জমে থাকে চোখে- ওরাই দেশের জীবন,

আধুনিক এই মানববিকাশে,তবু আপন করা বারণ!


তোমরা যারা মাইনে পাও- ক্ষিধে হয়তো মিটবে,

আধপেটা আর উপবাসে,ওদের লকডাউন কিন্তু চলবে।।

Image for ওরা থাকে ওধারে