কত ভালবাসি
মা গো! আমায় বলতে পারিস কোথায়
ছিলাম আমি-
কোন্ না-জানা দেশ থেকে তোর
কোলে এলাম নামি?
আমি যখন আসিনি, মা তুই কি আঁখি মেলে
চাঁদকে বুঝি বলতিস্-ঐ ঘর-ছাড়া মোর
ছেলে?
শুকতারাকে বলতিস্ কি, আয় রে নেমে আয়-
তোর রূপ যে মায়ের
কোলে বেশি শোভা পায়।
কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মফুলের
মুখে
দেখ্তিস কি আমার ছায়া, উঠ্ত কাঁদন
বুকে?
গাঙে যখন বান আসত, জানত না মা কেউ-
তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের
ঢেউ?