Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 week ago 44 views

কোজাগরি লক্ষী পূজো

শরৎ কালে যখন কাশ ফুল উঠে দুলে।

মৃদুমন্দ বাতাস বহে ধীরে ধীরে।

নীলাকাশে পেঁজা তুলোর- মতো মেঘ যায় উড়ে চলে।

উমা দেবী পুত্র কন্যা নিয়ে আসে -মর্ত্যের প্রতি ভক্তের মনের দুয়ারে।

ভক্তের পূজা গ্রহণ করে -

মা ফিরে যান কৈলাসে -

নিজ পতির ঘরে।

উমা মায়ের যাওয়ার পরে-

যে পূর্ণিমা টি আসে- আমাদের সনাতনী হিন্দু -

ক্যালেন্ডারে।

সে পূর্ণিমা টি তে আমরা- সবাই কেনো না তাহা -

কোজাগড়ি পূর্ণিমা বলে।

এই পূর্ণিমায় উমা কন্যা -

বিষ্ণু ঘরণী আসে মর্ত্যের -

প্রতি ভক্ত সনাতনী র দুয়ারে।

যশ , অর্থ আর সম্পদ নিয়ে -

তিনিই তো ত্রি গুণাত্মিকা -

মা লক্ষ্মী।

তিনিই আসেন বাহন পেঁচা -

কে নিয়ে শ্রীহীন প্রতি-

ভক্তের ঘরে।

ধন - সম্পদ বিলিয়ে দিতে দু- হাত উজাড় করে।

একটি নিশী থেকেই মা- বলেন যারাই আজ ভক্তি-

ভক্তি ভরে রবেই জেগে-

তারাই শুধু ধন -সম্পদ -

দুহাত ভরে আমার কাছে- পাবে।

কোজাগরী নিশী শেষে -

ভক্ত যখন বলবে দুঃখে -

মা তুমি যেওনা -

আমাদের ছেড়ে।

মা হেসে কয় দুঃখ -

করিস কেনো আমি তো -

আসবো আবার সাড়ম্বরে -

আগামী কোজাগরী এলে।

তা ছাড়া আমি তো থাকবো -

প্রতি বৃহ্পতিবার-

তোমাদের পূজার ঘরে।