Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 418 views

গরিবের কথা

কি কথা বলিবো রাজা

যদি না লাগে ভালো

আমারে তো দেবে সাজা,


আমি এক গরিব প্রজা

চোখেতে দেখিনা ভালো

তাতেই তো তোমার মজা


কানে শুনি আধা আধা

হিসেবেতে খুব কাচা

সবাই তাই বানিয়েছে গাধা,


মনে আছে বিশধ বেথা

নিভেছে ভোরের আলো

মহা মারি ঘিরেছে হেথা,


কেউ খায় আধ পেটা

কারো বা জ্বলেনা চুলো

খিদের তরে চোখেতে ধা ধা,


গরিবের ভাগ‍্যের কথা

ঘরেতে রুগ্ন ছেলে

সারাদিন হারভাঙা খাটা,


এনেছি আরজির খাতা

ভেবোনা গণ্ডগোলে

এ মোর মনের কথা।

Image for গরিবের কথা