চুপ করেই থাক
মনের গোপন ইচ্ছাগুলো চুপ করেই থাক,
হৃদয়ের গোপন গুহায়।
যেথায় মনের অপূর্ণ ইচ্ছাগুলো,
যন্ত্রণার ভিড়ের মধ্যে মিলে মিশে নীরবে থাকে।
অপূর্ণ স্বপ্ন গুলো আর অভিমানী হৃদয় বিদারক কথাগুলি ভেসে যাক,
ঐ মহাশূন্যে,
নচেৎ বেদনার অশ্রুর মতো ঝরে পড়ুক,
কৃষ্ণ বর্ণের ঐ মেঘ হতে,
আর প্রবাহিত হক নদী হতে সাগরে।
অনুরোধ করে আর বলবো না,
তোমার হৃদয় হীন বিবেক বর্জিত দুয়ারে,
অপূর্ণ স্বপ্ন আর অভিমানী কথাগুলোকে।।