Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 439 views

জীবনপাখি

হৃদয় যাহার বিদীর্ণ হইলো

সেই বোঝে তার ব‍্যাথা

অপর কেহ বুঝবে না যে

কি তার মনের কথা।


দেহ পিঞ্জরে বন্দী পাখি

ঝাপ্টাই তাহার ডানা

বাইরে থেকে কিছুই

তাহার যায় না যে জানা।


যেদিন পাখি উডিয়া যাইবে

জীর্ন খাচা ফেলি

সে দিন কিছুর নাইকো

হিসাব বন্ধ হবে বুলি।


নিজের ব‍্যাথা নিজের হৃদয়ে

জমিয়ে রেখেই গেলি

এত দুঃখ কেনরে তুই

পরের তরে পেলি।


হিসাব নিকাস সব কিছু তোর

পুড়ে হবে ছাই

কামনা বাসনা ভুলেরে তুই

চল আলোর দেশে যাই।