Profile image of Amrita Dutta
Amrita Dutta

@anonymous

I am Amrita Dutta. Assistant Mistress of a Govt.Girls’ School. I have completed my M-Tech degree in Computer Science & Engineering from Kalyani Govt. Engineering College in 2006. I am here to publish my poems. I am very new in writing . My 1st published book is ‘Amar kabita’ ( Lipighor Publisher)

Joined on 4 years ago
4 years ago 491 views

টিফিন বেলাতে একদিন

টিফিনের ঘন্টা পড়েছে সবে

স্টাফরুমেতে আমি ,

সামনের টেবিলে আমার টিফিনবক্স

তাতে খাবার আছে নামিদামি।

হঠাৎ করে জানলার দিকে

আমার মনটা গেল চলে ,

দেখি দক্ষিণের বারান্দায় 

দাঁড়িয়ে আছে আমার ছাত্রী নীলা।

নীলা পড়ে একাদশে

ওর জানার ইচ্ছে প্রবল ,

কিন্তু নীলার চোখে আজ

রয়েছে কেন জল!

নীলার মলিন মুখ দেখে

অগ্রহতে গেলাম উঠে ,

দেখি নীলার হাতে তার 

ফাঁকা টিফিনবক্স।

আমায় দেখে সচকিতে

একটু নীলা গেল সরে ,

বললাম নীলা ,‘আমার সাথে

একটু খাবি চল।’

নীলা  যখন টিফিন খেল

আমার মনটা ভরে গেল ,

সত্যি বলছি এমন মুহূর্ত

পাইনি জীবনে আর।


Image for টিফিন বেলাতে একদিন