Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 370 views

দুর্গা পুজো

পঞ্চমিতে উৎকন্ঠায় রাতি পোহাইলো,

ষষ্ঠীতে বেলতলায় বোধনো করিল।

সপ্তমির খনেতে হয়লো মায়ের আগমন,

লালপেরে সড়িতে মায়ের নবজাগরন।

অষ্টমির সন্ধিখনে হয় তন্ত্রসাধন,

উমারুপ ছেড়ে মা চামুন্ডা রুপ করিলেন ধারন।

নবমীতে রামচন্দ্র করিলো পূজোন,

একশো আট পদ্মে মায়ের করে আরাধন।

দশমিতে বিশাদ মনে বিজয়া গমন

সমাপ্ত হইলো মায়ের অকালবোধন।