Profile image of Dibakar Chandra
Dibakar Chandra

@anonymous

2 years ago 795 views

দেশ



"দেশ দেশ দেশ"

ক'রে ক'রে একশেষ

ভাষা ধর্ম সংস্কৃতি
সবই নাকি 'দেশ'!
অশিক্ষা দারিদ্র ক্লেশ
এগুলি সব 'বিদেশ'
সকলের তরে সে দেশ নয়
শুধু একজনের সে দেশ
দেশ মানেই শুধু সে
আর সে মানেই শুধু দেশ
সরস্বতি দুর্গার দেশ
নির্ভয়া আরুশির দেশ
"ও মা, তোমার পায়ে পড়ি !
মেনে চল এই আদেশ !"
আমাদের সেই পায়ের পাতা
তলে দেশমাতৃকার মাথা
পরে "ও মা ! তোমার এ কি হ'ল!"
—ন্যাকা ন্যাকা শোকগাথা
ও আমার দেশের মাটি
তোমার 'পরে ত্রিশূল গাঁথা ৷৷

Image for দেশ