Profile image of Lokesh Kumar Maity
Lokesh Kumar Maity

@lokesh

4 years ago 401 views

পতিতার লাঞ্ছনা

সুরগন সৃজিলেক মঙ্গল কারণে

তোমা অস্ত্র শস্ত্র দিয়া। তুমি মা জননী

আদ্যাশক্তি মহামায়া ভবেশ ঘরণী ।

নাশিয়া অসূরে দানিলেক শান্তি জনে

জানে। তব পদতলে মহিষ অসুর

কত অসহায়। পতিতা মৃত্তিকা যদি

তোমার কারণে তবে কেন নিরবধি

রবে উপেক্ষিতা ? পারনা করিতে দূর

যত আবিলতা ? অস্ত্র শস্ত্র সে কি তব

অলংকার ? তোমার শকতি যদি প্রতি

জীবে কেন অভাগিনী দুষিবে নিয়তি

বলি আপন অদৃষ্টে ? তার অবয়ব

অন্য কেহ নহে মাগো তোমার শকতি,

কেন বা উঠিবে তবে কলঙ্কের রব?

Image for পতিতার লাঞ্ছনা