Profile image of Tamal Das
Tamal Das

@তমাল

অবসরের আলাপন

Joined on 4 years ago
4 years ago 1018 views

পাশে থাকা

পাশে থাক মানবতা, পাশে থাক সরকার

পাশে থাকি আমি তুমি, সবাই কে দরকার।

কত ঘর ভেঙে গেল, ডুবে হলো সব শেষ

আমাদের ভরা দুখে,জেগে থাকে পুরো দেশ।


আমাদের উপবাস, খালি পেট চিৎকার-

পাশে থাকে অনেকে, সবাই কে দরকার।

বড় করো শৃঙ্খল, ভুলে যাও কে বা কার

হাত সব বাড়ালে, আর কি দরকার!


ঘুম যার ভাঙে না, পাশে যে থাকে না

ক্ষমা করো তাদেরকে, বিপদে যে আসে না।

হতে পারে তোমারো, বাঁধ ভাঙা কান্না

হৃদয়টা বড়ো হোক,আর কিছু চাই না।


চোখে জল ভেসে যায়,নিয়ে আসে বন্যা

জীবনের গল্পে, ঘিরে ধরে কান্না।

ত্রাণ আসে ত্রাণ যায়, তবু আশা মেটেনা

গরীবের থাকে শুধু বিরহের বেদনা।


পথ যত বন্ধুর, পাশে থাকো বন্ধু 

অসহায় হবে নাকো,পাড়ি দিলে সিন্ধু।

হাত তুমি বাড়ালে, ছুঁয়ে যাবে বহু মন

অসহায় মানুষের তুমিতো আপনজন।


                     -----////  তমাল ////----