Profile image of Amrita Dutta
Amrita Dutta

@anonymous

I am Amrita Dutta. Assistant Mistress of a Govt.Girls’ School. I have completed my M-Tech degree in Computer Science & Engineering from Kalyani Govt. Engineering College in 2006. I am here to publish my poems. I am very new in writing . My 1st published book is ‘Amar kabita’ ( Lipighor Publisher)

Joined on 4 years ago
3 years ago 406 views

প্রকৃতির শিক্ষা

ওই যে দেখ রাতের আকাশে 

একগুচ্ছ তারা ,

অন্ধকারে পথ হারালে 

ওরাই তো দেয় সাড়া।


ওই যে দেখ বাগানেতে 

এক থোকা সাদা ফুল ,

রঙের বাহার নাইবা থাকুক 

সুগন্ধে ভরপুর।


ওই যে দেখ বরফে ঢাকা 

উঁচু পাহাড়ের চূড়া ,

নীচে যতই আঘাত আসুক 

অজেয় রয়েছে চূড়া।


পাহাড়ের মতো উন্নত শিরে 

সৎ পথে তুমি চলো ।

তারার মতো পথিককে তুমি 

দেখাও সঠিক আলো।


সাদা ফুলের মতো নীরব থেকে

কর্ম করে যাও ,

ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব তুমি ,

ভয় কারে তুমি পাও ? 


...অমৃতা দত্ত 

কবিতাটি আমার কবিতা বই এ প্রকাশিত


Image for প্রকৃতির শিক্ষা