Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 week ago 46 views

প্রিয়জন নয় প্রয়োজন

আমি উদার মনে তোমার প্রেমিক হতে চেয়েছিলাম।

আমি চেয়েছিলাম তোমার শীতল পেলব আঙুল গুলিকে

আলতো ভাবে ধরে হেঁটে পার হতে চাইতাম শাল, মহুয়ার বন।

আমি তোমার অক্ষী পল্লবে মুগ্ধ হতে চাইতাম ঐ মাতলা নদীর ধরে,

যেথায় অপরাহ্নের ম্রিয়মান আলোয় বট, অশ্বত্থের ছায়া পড়ে।

আমি আমাদের বিশ্বাসের ছায়া কে স্বচ্ছ কাঁচের মতো নীল,

জল তরঙ্গে প্রতিফলিত হতে দেখেতাম

যেথায় পান কৌরি ডুবে মাছ ধরে।


আমি চেয়েছিলাম তোমার কৌতু হলী করতলকে হাতে নিয়ে

ভাটার ঐ সমুদ্র তীরে যেতে,

যেথায় ক্লান্ত রবি তার কাম রাঙ্গার মতো লাল অস্তমিত ছটাকে

সমুদ্র তরঙ্গে নিমজ্জিত করে ডুব দিতে চায় সাগরের অতলে।

আমি ও তো চেয়েছিলাম তোমারসাথে একান্তে সময় কাটাতে,

সন্ধ্যা বক্ষের প।ড়ে, যেথায় বাঁধানো সৌখিন পাথরে বসে,

তোমার কৃষ্ণ কুঞ্চিত কেশ এর সুবাস নিতাম আর

তোমার কোমল হাতের ছাড়ানো চিনে বাদাম খেতাম।


আমি চাইতাম কখনো তোমায় নিয়ে বারান্দার ঐ জ্যোত্স্না লোকিত

খোলা ছাদে হিমেল রাতে চন্দ্রিমা হতে ঝরে পড়া

মরমী আলোয় সিঞ্চিত হয়ে দুটি হৃদয় একসাথে লীন হতে।

আমি উদার মনে তোমার প্রেমিক হতে চেয়ে ও আমি হতে পারিনি

কারণ আমি তোমার সরল, আজ আমি একা বেদনার

এই গভীর নিশীথে তার অভিনয়ে মুগ্ধ হয়ে

মিছে অশ্রুকণা ফেলি আর মিছে কাব্য লেখার ভান করি।

আর বিনিদ্র রাত্রির মাঝে জেগে উঠে ভাবী

আমি তার কভু প্রিয়জন ছিলাম না

শুধুই তার প্রয়োজনে ছিলাম।