Profile image of Sasanka Sekhar Mishra
Sasanka Sekhar Mishra

@sasanka

4 years ago 606 views

বন্ধন

ভাঙবে রে ঘুম
রাঙবে রে কপোল
নতুন দিনের আলোয়,

সরষে ক্ষেতের বাহারে য়ে
মারছে উঁকি- কোন সে জন
হবে আপণ-- আজকে সে
ভয় কি তোমার? নবীন উষায়।

শাল পিয়ালীর বন পানে,
সবুজ সবুজ সব খানে,
অরণ্যেরই হাতছানি যে
নতুন বাঁধন সব খানে।

সাঁতাল - মাতাল শ্র্মিকদল,
নাচের তালে মন পাগল,
ডাল পালা যে মাথায় বেঁধে
মহুয়ারই গন্ধে মাতাল বন্ধনে।

ওরা বাঁধন ছাড়া পাগল পারা,
চুর্ণি নদীর উথাল পাতাল ধারা,
ওদের নাইকো বাঁধন কোনদিন যে
প্রকৃতির ঐ উচ্ছল জীবন ধারা।

আকাশ বাতাস সূর্যিপানে
তাকাই যখন আনমনে,
ওরাও দেখি চলছে সদা
নিবিড় বাঁধন সবখানে।

বৈরিগ্য সাধনে মুক্তি
না হয় কখনও জীবনে,
আপনি প্রভু বাঁধা
সবার মাঝে - সবখানে।

প্রীতি প্রেমের বন্ধনে যে
সকলেরে বাঁধন প্রেমের ডোরে

হিংসা - দ্বেষ যাবে দূরে
অটুট রবে যে বন্ধন মনভরে।
আমরা টুটাব তিমির রাত
যতই বাজুক ঝড় মাদল জোরে
মনটাকে যে শক্ত করে
সকলেরে বাঁধব প্রেমের ডোরে।

বন্ধন হোক চির নবীন
নতুন প্রাণের তরুণ দল --
তোমরা দেশের রঙ মশাল
নতুন দিশায় বোনো বন্ধন জাল।