Profile image of Amrita Dutta
Amrita Dutta

@anonymous

I am Amrita Dutta. Assistant Mistress of a Govt.Girls’ School. I have completed my M-Tech degree in Computer Science & Engineering from Kalyani Govt. Engineering College in 2006. I am here to publish my poems. I am very new in writing . My 1st published book is ‘Amar kabita’ ( Lipighor Publisher)

Joined on 4 years ago
4 years ago 636 views

বন্ধু

আমি বলছি না তো , অনেক বন্ধু চাই —

তবে একজন , সত্যিকারের বন্ধু থাকুক আমার সাথে।

চাইছি না তো বন্ধু রোজ ফোন করুক ,

তবে খোঁজ নিক মাঝে সাঝে।

বলছি না ,— তাকে যেতে হবে সব জায়গাতে আমার সাথে —

তবে বিপদে বন্ধু থাকুক আমার পাশে।

ফেসবুকে একশ বন্ধুর তালিকা !

সত্যিকারের বন্ধু আছে ক’টা ?

সুখের সময় ভিড়ে আছি মনে হয় ,

আঁধারেতে ছায়াও ছেড়ে চলে যায়।

কে বলেছে সহজে বন্ধু পাওয়া যায় !

একবার যদি আসে বিপদের ঢেউ ,

থাকবে কি পাশে তারা কেউ ?


অমৃতা

Image for বন্ধু