Profile image of চঞ্চল সিংহ রায়
চঞ্চল সিংহ রায়

@চঞ্চল

আমার মন ভালো হলে একটু লিখি.

4 years ago 438 views

বারোমাস

বৈশাখে'তে কঠোর রোদে
চোখে লাগে ধাঁধা, 
জৈষ্ঠ্য মাসে আম খেতে ভাই
মানিনা কোনো বাধা।

আষাঢ় মাসে ঘন বাদলা
সূর্য পরে ঢাকা,
শ্রাবণ মানে নদী বিলে
নতুন ছবি আঁকা।

ভাদ্র দিনে গুমোট গরম
প্রাণ করে হাঁসফাঁস,
আশ্বিন মাসে অম্বিকা পূজা
প্রাণ খুলে ভাই হাঁস।

কার্তিকে'তে কাত‍্যায়নী
প্রতি ঘরে ঘরে, 
অঘ্রায়নে জগ্গধাত্রী আছেন
জগৎ জুড়ে।

পৌষ মাসেতে নতুন ধানে
পিঠা পরমান্ন,
মাঘের দিনে সবাই কাবু
শিতের চোটে জীর্ণ।

ফাগুনে ভাই দিকে দিকে
নব আনাগোনা,
চৈত্রের ওই গাজন মেলা
সবার আছে জানা।