Profile image of TAPAS MAITY
TAPAS MAITY

@anonymous

No bio available.

Joined on 1 week ago
5 days ago 7 views

বাস্তবতা রাজার উপর রাজা

গাছ পুঁতিলাম ফলের আশায়, পেলাম কেবল কাঁটা।

সুখের আশায় বিবাহ করিলাম পেলাম কেবল ঝাঁটা |

বাসের জন্য ঘর করিলাম ঘর গেল পুড়ে।

বুড়ো বয়সের জন্য পুঁজি করিলাম সব গেল উড়ে |

চাকুরির জন্যে বিদ্যা করিলাম, ঘটিল উমেদারি।

যশের জন্য কীর্ত্তি করিলাম, ঘটিল টিটকারী |

সুদের জন্য কর্জ্জ দিলাম, আসল গেল মারা।

প্রীতির জন্য প্রাণ দিলাম, শেষে কেঁদে সারা |

ধানের জন্য মাঠ চষিলাম, হলো খড় কুটো ||

পারের জন্য নৌকা করিলাম, নৌকা হলো ফুটো |

লাভের জন্য ব্যবসা করিলাম, সব লহনা বাকি।

মুখে বল হরিনাম ভাই, হৃদে ভাব হরি!

এ ব্যবসায় লোকসান নেই ভাই, এসো লাভে ঘর ভরি |

এ গুণেতে শত লাভ, শত গুণে হাজার।

হাজারেতে লক্ষ লাভ, ভারি ফলাও কারবার |

ভাই বল হরি, হরি বোল, ভাঙ্গ ভবের হাট!

রাজার উপর হওগে রাজা লাট সাহেবের লাট |