বৃষ্টি তোমার বৃষ্টি আমার
বৃষ্টি তোমার, বৃষ্টি আমার
বৃষ্টি ভালবাসার,
বৃষ্টি স্বপন, বৃষ্টি কাঁপন
বৃষ্টি হৃদয় ছোঁয়ার।।
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
আমার চেয়ে বেশি।
বৃষ্টি ঝড়–ক হৃদয় জুড়ে
আমিও ভালবাসি।।
বৃষ্টি এলে তুমি আসো
মনে দোলা লাগে
বৃষ্টির আশায় গুনছি প্রহর
কখন যেন আসে।।
বৃষ্টি নামুক বৃষ্টি ঝড়ুক
বৃষ্টি ভুবন জুড়ে।
বৃষ্টি আসুক তুমিও আসো
ভিজব দু-হাত ধরে।।