ভয় পাবো না
ছোটবেলায় ঘুরতে ঘুরতে ছাদে
প্রশ্ন করতে, "কী হবি তুই?
ছুঁড়ে ফেলে দিস বই।"
আমি বলতাম ঘুড়ি হতে চাই বড় হয়ে,
বড় ঘুড়ি হবো
তুমি ধরে থাকবে লাটাই
উড়িয়ে দেবে আমায় আকাশে
অনেক দূরে চলে যাবার ছুতো
আরও ঘুড়ি থাকবে সেখানে
ভয় পাবো না
দেখবো যখন তোমার হাতেই সুতো।
কতো বন্ধু উড়বে বাতাসে
পেটকাটি, মুখপোড়া, মোমবাতি
তোমার টানে দেবো ওদের গুঁতো
কখনও গোত্তা খেয়ে নামিয়ে দেবে নীচে
যখন কেউ কাটতে আসবে সুতো
ভয় পাবো না
দেখবো যখন তোমার হাতেই সুতো।
কখনও আবার লেজ লাগানো ঘুড়ি
কেউ হয়তো ওড়াবে ছাদ থেকে।
আমারও একটা লেজ লাগিয়ে দিও
বই ছিড়ে ভাতের আঠা দিয়ে
বইতে শুধু হাজি বাজি লেখা
পড়তে হলে তুমিই পরে নিও
আমি শুধু আকাশে উড়তে চাই
ভয় পাবো না
দেখবো যখন তোমার হাতেই সুতো।
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে ওঠো যদি
তোমার যদি শরীর ক্লান্ত লাগে
অন্য কাউকে দিও নাহয় লাটাই
বুঝিয়ে দিও ধরবে কেমন করে
প্রথম প্রথম শক্ত হবে মুঠো
আস্তে আস্তে ছেড়ে দিও সুতো
ভয় পাবো না
দেখবো যখন অন্য কেউ ঠিক তোমারই মতো।
 
                             
                            
Angira Majumder
Sesh ta chokhe jol asar mto👌👌👌👌