Profile image of Tapas Kumar Bandyopadhyay
Tapas Kumar Bandyopadhyay

@anonymous

4 years ago 435 views

ভূতের ট্রেনিং

ভূতের কুলের জ্যাঠা যিনি

চিন্তা ভীষন তাঁর

কাঁপছে না কেউ ঠকঠকিয়ে

ভূতের ভয়ে আর!

ট্রেনিং দেওয়া খুব দরকার

ভাবেন তিনি মনে

আলোর তলায় ভয় দেখাবে

আর কাজ হবে না বনে

জানতে হবে বিজ্ঞানে তে

কোথায় গলিঘুঁজি

মরেও যারা ঘুরছে রেগে

তারাই মোদের পুঁজি!

ইতিহাসে জানতে হবে

মরে কোথায় আছে কে!

গুপ্ত সাহেব লিখে দিলেই

হুকুম হবে-"রিপোর্ট এখানে"!

শ্যাওড়া গাছে হেড অফিসে

করতে এসো দেখা

রাতে এসো চাদর মুড়ে/খবরদার!-আসবে তুমি একা!।


- তাপস বন্দ্যোপাধ্যায়

Image for ভূতের ট্রেনিং