মায়ের ভালোবাসা সবার কপালে থাকে না
অসুস্থ হলে আমরা বুঝি, তখন আমরা মাকে খুঁজি।
মা আমাদের বড়ই আপন, মায়ের মত নেই কোনোজন।
ছোটবেলায় যখন অসুখ হতো, সারারাত মা জেগে থাকতো।
দু চোখেতে ঘুম ছিলনা মায়ের, কত টেনশনে রাত কাটাতো।
আমাদের সুস্থতার জন্য মা, সারারাত কঠোর পরিশ্রম করত।
যখন আমরা সুস্থ হতাম, মা স্বস্তির নিঃশ্বাস ফেলতো।
মায়ের সেবার কোন জুড়ি নাই, এই জগতে মা শ্রেষ্ঠ ভাই।
এই মা যখন অসুস্থ হয়, তখন আমাদের খোঁজ নাই।
মায়ের মত এত নিঃস্বার্থ ভালবাসা, এই পৃথিবীতে আর কেহ বাসে না।
মা যদি একবার চলে যায়, তাহলে মায়ের মত কাউকে পাবে না।
মা যখন পৃথিবীতে থাকবে না, তখন মায়ের অভাব বুঝবে সবাই।
মা কি ছিল আমাদের, মাকে হারিয়ে কেঁদে লাভ নাই।
মাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তার সেবা করো।
যে মা তোমায় জন্ম দিয়েছে, তাকে কখনো ঘৃণা না করো।
Rangan maity
🥹🥹👍