Profile image of Tamal Das
Tamal Das

@তমাল

অবসরের আলাপন

Joined on 4 years ago
4 years ago 340 views

মুক্তির পথে

নতুন সূর্য মুক্তির আলো দিক

নতুন আলো জ্বালাক মনের কালো,

নতুন মনটা সরল হয়ে উঠুক

সেই সরলতায় সবাই থাকুক ভালো।


নতুন চাঁদ স্নিগ্ধ হাসি দিক

নতুন হাসি জীবনকে বাসে ভালো,

নতুন জীবন মৃত্যুকে দেয় ফাঁকি

সেই মরণে আসে মুক্তির আলো।


নতুন আকাশ হৃদয় বড় করে

নতুন হৃদয় আপন করে তোলে,

নতুন আপন বন্ধু হয়ে পাশে

সেই বন্ধু জীবন দিয়ে চলে।


নতুন কবিতা আশা বাঁধায় বুকে

সেই আশাতে জীবন বাঁধে সুর,

নতুন স্বপ্নে বিভোর থাকে কবি

চাতক হয়ে উড়ছে অচিনপুর।


          ----তমাল--

Image for মুক্তির পথে