Profile image of TAPAS MAITY
TAPAS MAITY

@anonymous

No bio available.

Joined on 1 month ago
1 month ago 8 views

মুক্তি

চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি,

বিমুখ হইয়া সর্ব জগতের পানে,

শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি

মুক্তি-আশে সন্তরিব কোথায় কে জানে!

পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্বমহাতরী

অম্বর আকুল করি যাত্রীদের গানে,

শুভ্র কিরণের পালে দশ দিক ভরি’,

বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরানে।

ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে

অখিল ক্রন্দন-হাসি আঁধার-আলোক,

বহে যাবে শূন্যপথে সকরুণ সুরে

অনন্ত-জগৎ-ভরা যত দুঃখশোক।

বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে

আমি একা বসে রব মুক্তি-সমাধিতে?