লাভ কিছু নেই
লাভ কিছু নেই জীবনের প্রতি মায়া করে।
রূপ, অর্থ, আর ক্ষমতা,
সবই তো ক্ষণিকের তরে।
এই মায়ার খেলা ঘরে,
কখন ঝরবে,
এই শখের জীবন,
তাহা কি কেহ বলিতে পারে।
গাছের পাতা হরিৎ হলে,
মানুষ শুধু বলেই চলে,
ঝরার সময় হয়নি,
এখনো তাহার।
হয়তো একই ভাবনা ছিল,
কচি ঐ হরিৎ পাতার।
তারপর হঠাৎ করে,
ঝড় এলে,
হরিৎ পাতা ঝরেই পড়ে।
এমনি করে মানব জীবন,
কবেই যাবে চলে।
তাহা মানব কভু জানিবে না,
শুধু বিধাতা জানিতে পারে।