শরতের আগমন
শরতের আগমনে, ভোরের আকাশে,
কাশফুলের গন্ধে আর শিশির ভেজা ঘাসে,
মুখটি তোমার ভেসে ওঠে মাগো,
শুধু, তোমারই মুখটি ভাসে!!
কতবারই এসেছি মাগো তোমারই কোলে,
শত কাজের ফাঁকে,তোমারে ডাকিতে গেছি আমি ভুলে,
একটিবার ডাকিতে দাওনা আমায়,
শুধু মা,মা,মা বলে!!
শুধু সুখের আশায় ঘুরিয়াছি মরে,
সুখ পাই নাই, তবু তোমায় গেছি ছেড়ে,
ভাবি নাই সুখ লুকায়ে আছে,
মাগো, তোমারই ওই ক্রোড়ে!!
রাগ করে মোরে, দিওনা সরায়ে,
কোলে লহ মোরে দুবাহু বাড়ায়ে,
সাধ জাগে মাগো রেখো গো আমায়,
তোমারই বক্ষে জড়ায়ে!!
দুঃখ তোমারে আর নাহি দিব,
তোমারই শাসনে মানুষ হইবো,
ছাড়িয়া তুমি যেওনা মাগো,
তোমারই বিরহে কাঁদিয়া মরিব!!
এইটুকু আমায় ভালোবেসো তুমি,
আর অবহেলা করিব না আমি,
শ্রদ্ধা ভরিয়া তোমারই কোলেতে,
দেখিব আমার জন্মভূমি!!