Profile image of TAPAS MAITY
TAPAS MAITY

@anonymous

No bio available.

Joined on 1 month ago
4 weeks ago 13 views

শিক্ষা

বকা-ঝকা গুলো এখনও কানে বাজে,

শাস্তি গুলো আজও প্রাসঈিক,

ভয় ছিল বাধ্যতামূলক,

আর সম্মান,সেটা অন্তনির্হিত;

তখন খুব রাগ হত,

ছোট ছিলাম হয়ত,

শিক্ষাটাই প্রাপ্তি

আর মনুষ্যত্ব হল উপলব্ধি।

আজ আমিও কারুর শিক্ষক,

তাই বুঝি শেখাতে পারার মর্ম,

গাধাই হয়ত হয়ে থাকতাম,

হইনি শুধু শিক্ষকদের জন্য,

বাস্তবতার ঘেরাটোপে ছোট্ট অনুরোধ,

প্রোফেশনটা দূরে থাক,

বাঁচুক আদর্শ।